এ প্রতিষ্ঠানটির অবকাঠামোগত দিকটি সত্যিই চমৎকার । একাডেমিক ভবনে রয়েছে ৩৩ টি কক্ষ, ৪ টি বিজ্ঞান ল্যাবরেটরি, ১টি লাইব্রেরি, ১টি কম্পিউটার ল্যাবরেটরি, ভূগোল ল্যাবরেটরি, ১টি কনফারেন্স রুম, অধ্যক্ষের কক্ষসহ ৩ টি অফিস কক্ষ, ৩টি শিক্ষক কমনরুম এবং ২টি মাল্টিমিডিয়া কক্ষ । একাডেমিক ভবনের পাশাপাশি উন্নতমানের খাবার, প্রিপারেটরি ক্লাসের সুবিধা, ২৪ ঘন্টা শিক্ষকদের তত্ত্বাবধান, ধুপি ও খেলাধুলাসহ ছাত্র-ছাত্রীদের জন্য ১০০ আসন বিশিষ্ট পৃথক দুটি আবাসিক হোস্টেল রয়েছে । আমাদের সফলতার এ ধারাকে অব্যাহত রেখে প্রতিষ্ঠানটিকে জাতীয় পর্যায়ে উন্নীত করণের জন্য নিয়মিত ক্লাসের পাশাপাশি অতিরিক্ত ক্লাস, জটিল বিষয়গুলোর জন্য গ্রুপভিত্তিক শিক্ষার্থীদেরকে শিক্ষকগণের তত্তাবধানে রাখার সুব্যবস্থা রয়েছে । শিক্ষার্থীদের পাশাপাশি অবিভাবকগনের চেষ্টা ও সচেতনতা বৃদ্ধির জন্য অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের আয়োজন করা হয় । মাত্র কয়েক বছরের ব্যবধানে এই প্রতিষ্ঠানটি ফলাফল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে । আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের কলেজটি জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হবে ।